রাজ্য বিভাগে ফিরে যান

শিশুদের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণ রোধে অভূতপূর্ব সাফল্য বাংলার, বলছে খোদ কেন্দ্রের রিপোর্ট

October 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল রাজ্য, শিশুদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে বাংলার সাফল্য চিহ্নিত হল জাতীয় পর্যায়ের সমীক্ষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় মঙ্গলবার সমাজ মাধ্যমে এই বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু করে। ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামে ৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ে একটি সমীক্ষা করা হয়।

সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলার ফল খুবই ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সংক্রমণের হার ০.১ শতাংশের কম থাকা বাঞ্ছনীয়। সেখানে বাংলায় সংক্রমণের হার তার চেয়েও অনেক ০.০৭ শতাংশ। মুখ্যমন্ত্রী বলেন, পরিসংখ্যান রাজ্যে হেপাটাইটিস বি সংক্রমণ প্রতিরোধে সার্থকতা প্রমাণ করছে। প্রত্যাশিত মাত্রার চেয়ে বাংলার সাফল্য ভালো। রোগ নির্মূল করার জন্য আগামী দিনে হোপাটাইটিস বি প্রতিরোধ কর্মসূচি আরও নিবিড়ভাবে পালন করা হবে বাংলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Infection, #children, #Hepatitis B

আরো দেখুন