কলকাতা বিভাগে ফিরে যান

মঙ্গলা হাটের পুনর্বাসনের জন্য কী উদ্যোগ নিচ্ছে রাজ্য?

October 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের প্রাচীনতম পোশাকের মার্কেট মঙ্গলা হাট। ১৯৩৯ সালে পুলিনচন্দ্র দাঁয়ের কাছ থেকে জমিটি লিজ নিয়েছিল এক ব্যবসায়ী সংস্থা। ভিন রাজ্য থেকে খুচরো ব্যবসায়ী ও বহু সাধারণ মানুষজন এখানে জামাকাপড় কিনতে আসেন। ফি মঙ্গলবার এখানে হাট বসে। হাটের পুনর্বাসনের জন্য সরকার টুইন টাওয়ার মার্কেট গড়ে তুলতে চলেছে।

গত বছর ২১ জুলাই ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয় হাওড়ার মঙ্গলা হাটের প্রায় আড়াই হাজারের বেশি দোকান। দ্রুত সমাবেশ ছেড়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দোকানদারদের আশ্বাস দিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলা হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কার্তিক দত্ত রোডের ফাঁকা জমিতে জোড়া মার্কেট তৈরির পরিকল্পনা নিলেন তিনি।

জানা গিয়েছে, হাওড়ার কার্তিক দত্ত রোডের প্রায় ৮ বিঘা জমির ওপর ১২ তলা মার্কেট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মার্কেটের সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। একই ছাদের তলায় ব্যবসা করতে পারবেন দোকানদাররা। ব্যবসায়ীর জন্য আলাদা স্টল তৈরি হবে। প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত শৌচাগার এবং ২৪ ঘণ্টা পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা থাকবে। আধুনিক মানের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও থাকবে। কলকাতা মেট্রোপলিটিয়ান ডেভেলপমেন্ট অথরিটি মার্কেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলা হাটের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নতুন মার্কেট তৈরি হবে। যা খরচ হবে, তার সবটাই বহন করছে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shops, #State Administration, #Mangla Haat

আরো দেখুন