কলকাতা বিভাগে ফিরে যান

NOC ছাড়া বেসরকারি ক্ষেত্রে প্র্যাকটিস নয়, সরকারি ডাক্তারদের নিয়ে কড়া মনোভাব রাজ্যের

October 30, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য। এবার থেকে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে যুক্ত হতে গেলে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্যদপ্তরের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে। ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টে এই মর্মেই নির্দেশ রয়েছে। নিয়ম কঠোরভাবে কার্যকর করতে স্বাস্থ্যভবন থেকে প্রস্তাব গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কলকাতার ক্ষেত্রে স্বাস্থ্যভবন এবং জেলার চিকিৎসকদের ক্ষেত্রে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই এনওসি দেবেন। স্বাস্থ্যকর্তারা বলছেন, জুনিয়র ডাক্তার-সহ সরকারি ডাক্তারদের অনেকেই নার্সিংহোম, ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে যথেচ্ছ প্র্যাকটিস করছেন। এহেন প্রবণতা রুখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। যদিও নিয়মের আওতায় থাকছে না প্রাইভেট চেম্বারগুলি। সেক্ষেত্রে আর এনওসি নেওয়ার প্রয়োজন নেই।

২০১৭ সালের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টে এমন নিয়মের কথা বলা থাকলেও কঠোরভাবে প্রয়োগ হয়নি কখনও। চিকিৎসকদের রোজগারে টান পড়ার কথা চিন্তা করেই সরকার হয়তো এগোয়নি। বেশ কিছু নার্সিংহোম, ছোট হাসপাতাল সরকারি চিকিৎসকদের উপর সম্পূর্ণ নির্ভরশীল। বিশেষ করে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু হওয়ার পর বিনামূল্যে চিকিৎসা পায় মানুষ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের রুটি-রুজি। যদিও সুযোগের অপব্যবহারও চলছিল। সরকারি কর্মক্ষেত্রে গরহাজির থেকে অনেক চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে বেশি সময় দিচ্ছিলেন।

সরকারি চিকিৎসকদের একটা বড় অংশ প্রাইভেট প্র্যাকটিস না করার শর্তে এনপিএ বা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান। সূত্রের খবর, এনপিএ নিয়েও অনেকে প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছেন। সৎ চিকিৎসকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। একটা নির্দিষ্ট বয়সের পর এনপিএ মেলে না। রাজ্যের তথ্য অনুযায়ী, সম্প্রতি কর্মবিরতি চলাকালীন সাড়ে পাঁচশোর বেশি জুনিয়র ডাক্তার বেসরকারি ক্ষেত্রে কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। শুধুমাত্র স্বাস্থ্যসাথীর নথি থেকে এ তথ্য উঠে এসেছে। অনৈতিকভাবে প্রাইভেট প্র্যাকটিস থেকে চিকিৎসকদের বিরত রাখতে চাইছে নবান্ন। অন্যদিকে, বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে গুচ্ছ গুচ্ছ সরকারি চিকিৎসকের নিয়োগে রাশ টানতে চাইছে স্বাস্থ্যভবন।

TwitterFacebookWhatsAppEmailShare

#doctors, #Swasthya Bhaban, #NOC, #private chambers, #Nabanna

আরো দেখুন