ধীরে ধীরে সেজে উঠছে কোচবিহার রাসমেলা ময়দান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহার রাসমেলা ময়দান ধীরে ধীরে সেজে উঠছে। দূরদূরান্তের ব্যবসায়ীরা আসছেন। মেলার মাঠে নাগর দোলনার সামগ্রী চলে এসেছে। রাসমেলার অপেক্ষায় কোচবিহার থেকে গোটা উত্তরবঙ্গ।
কোচবিহারের রাসমেলায় উত্তরবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও স্টল আসে। মেলা দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ। কোচবিহার পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে সবরকমের ব্যবস্থা করা হয়। এবার রাসমেলার জন্য এক কোটি টাকারও বেশী খরচ করা হবে বলে জানা গিয়েছে। প্রতিবছর রাসমেলা হয় ১৫দিনের। কিন্তু পুরসভা চায়, এবারের রাসমেলা ২০ দিন চলুক। পুরসভার পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
রাসমেলা ময়দানে ধীরে ধীরে অন্য ব্যবসায়ীরাও আসা শুরু করবেন। গতবারের মতো এবারও রাসমেলায় এক কোটি টাকা খরচ হবে। মদনমোহন মন্দিরের রাস উৎসবকে কেন্দ্র করে রাসমেলা ময়দান ও তার চারপাশে সাত-আট হাজার ছোট বড় দোকান বসে। স্থায়ী স্টলের পাশাপাশি থাকে অস্থায়ী দোকান। রাসমেলা জমে উঠতে দিন কয়েক সময় লেগে যায়। জমে উঠতে না উঠতেই মেলা ভাঙার সময় চলে আসে। পুরসভা চায় রাসমেলা ২০ দিনের হোক।