খেলা বিভাগে ফিরে যান

বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করল ইস্টবেঙ্গল, নেজমেহকে ৩-২ গোলে হারিয়ে এএফসি’র কোয়ার্টার ফাইনালে লাল-হলুদ

November 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে মুখ উজ্জ্বল করল দেশের। আইএসএলের টানা ছ’টি ম্যাচে হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের শেষ ম্যাচে নেজমেহ এফসি-কে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল তারা। জোড়া গোল করলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। অপর গোলটি আত্মঘাতী। তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে শেষ করল ইস্টবেঙ্গল।

অস্কার ব্রুজোর ছোঁয়ায় যেন আচমকাই বদলে গেল ইস্টবেঙ্গলের ভাগ্য। পরের রাউন্ডে যেতে হলে ইস্টবেঙ্গলের জন্য সবচেয়ে সহজ উপায় ছিল জয়ে ফেরা। আগের ম্যাচে বসুন্ধরাকে উড়িয়ে ছন্দে ছিলেন তালালরা। ড্র করলে তাকিয়ে থাকতে হত অন্য গ্রুপের ম্যাচগুলোর দিকে। সেই দিকেই গেল না অস্কার ব্রুজোর ছেলেরা। তবে ম্যাচ জিতল কঠিন করে। এদিন শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেটা অবশ্য নেজমেহর প্লেয়ারের আত্মঘাতী গোলের সোজন্যেই। ১৪ মিনিটে নাওরেমের অ্যাসিস্ট থেকে গোল করেন দিয়ামান্তোকোস। কিন্তু তার পর দুটি গোল খেল তারা।

স্বাভাবিকভাবেই আইএসএলের আতঙ্ক ফের তাড়া করতে শুরু করেছিল লাল-হলুদের জন্য। এর মধ্যে মাদিহ তালাল সহজ সুযোগ মিস করেন। কিন্তু শেষ পর্যন্ত পরিত্রাতা হয়ে দেখা দিলেন গ্রিক স্ট্রাইকারই। ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলে এগিয়ে দেন দিয়ামান্তোকোস। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #afc challenge league 2024, #nejmeh fc

আরো দেখুন