কলকাতা বিভাগে ফিরে যান

কালীপুজোর পর কলকাতার বাতাসের অবস্থা কেমন? রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের রিপোর্টে কী রয়েছে?

November 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালীপুজোর রাতে বাজির দাপটের পরেও কলকাতার বাতাস শ্বাস নেওয়ার যোগ্য। রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ, শুক্রবার কলকাতার বাতাসের গুণমানের সূচক তুলে ধরেছে। তা দেখে স্বস্তিতে পরিবেশকর্মীরা। অন্যদিকে, শুক্রবার রাজধানী দিল্লির বাতাসের অবস্থা অত্যন্ত খারাপ।

কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন জায়গায় বাতাসে বারুদ ও ক্ষতিকর রাসায়নিক মিশেছে। তার পরেও শহরের বায়ুমান সূচক স্বস্তিদায়ক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য অনুযায়ী, যদি সূচক ০ থেকে ৫০-র মধ্যে থাকে সেক্ষেত্রে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২০০ হলে সহনীয়, ২০১ থেকে ৩০০ হলে খারাপ এবং ৩০১ থেকে ৪০০ হলে খুব খারাপ।

রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য অনুযায়ী, কলকাতার ফোর্ট উইলিয়াম, রবীন্দ্রভারতী, রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকার বাতাস সন্তোষজনক। শহরের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের কাছাকাছি বাতাস সহনীয়।
অন্যদিকে, হাওড়ার বেলুড় মঠ এবং ঘুসুরি সংলগ্ন এলাকার বাতাস সহনীয়। বাতাসের গুণমান ভালো থাকার অন্যতম কারণ হিসাবে ডানাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কারণ ডানার জেরে বাতাসে ধূলিকণার পরিমাণ কমেছে, দূষণের মাত্রা কমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Pollution, #State Pollution Control Board, #Kolkata, #Air pollution

আরো দেখুন