বড়মার ১০১ বছরের পুজোয় দণ্ডি কাটলেন হাজার হাজার মানুষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লক্ষ লক্ষ মানুষের ঢল নামল নৈহাটির বড়মার মন্দিরে। বুধবার রাত থেকেই মানুষ গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে শুরু করেছিল। বৃহস্পতিবার দিনভর হাজার হাজার মানুষ গঙ্গায় ডুব দিয়ে দণ্ডি কেটে মার কাছে প্রার্থনা করেন। বড়মার পুজো ১০১ বছরে পড়ল। ১ কেজি সোনার গয়না, ২০০ কেজি রুপোর গয়নায় মাকে সাজানো হয়। লক্ষাধিক মানুষ অনলাইনে, অফলাইনে পুজো দেন।
বৃহস্পতিবার রাত ১১টায় মায়ের পুজো শুরু হয়। পঞ্চব্যঞ্জনে মাকে ভোগ দেওয়া হয়। রাতভর মাকে পুষ্পাঞ্জলি দেন হাজার হাজার ভক্ত। ভিড় সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
আরবিসি রোড, অরবিন্দ রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীয়া জুটমিল থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আরবিসি রোডে কোনও গাড়ি চলাচল করেনি।
বড়মার পুজোর জন্য স্থায়ী মন্দির বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় বন্ধ করা হয়। তা ফের খুলবে ৬ নভেম্বর। সন্ধ্যায় স্থায়ী মন্দিরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে যজ্ঞ করেন সাংসদ পার্থ ভৌমিক। বড়মা পুজো ট্রাস্টের সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানান, লক্ষাধিক মানুষ দণ্ডি কেটেছে। অগুনতি মানুষ পুজো দিয়েছে। মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে নৈহাটি। ভিড় আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলে দাবি বড়মা পুজো কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্যের।