‘ভূতের’ কেরামতি দেখতে ভিড় উপচে পড়ছে বর্ধমানের মেহেদিবাগানে শ্যামা পুজোর মণ্ডপে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূতুরে বাড়ির আদলে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। গা ছমছমে পরিবেশ রয়েছে। মণ্ডপ দেখার সময় দর্শনার্থীদের সামনে আচমকাই ‘ভূত’ চলে আসছে। বিভিন্ন জায়গায় ভূতেরা ওঁত পেতে রয়েছে। ছোটরা কেউ ভয়, আবার কেউ মজা পাচ্ছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জাস্য রেখে আলোকসজ্জার বন্দোবস্ত করা হয়েছে। বর্ধমানের মেহেদিবাগান সর্বজনীন বারোয়ারি শ্যামা পুজো কমিটির মণ্ডপে এসে দর্শনার্থীরা অন্যরকমের এক অনুভূতি নিয়ে বাড়ি ফিরছেন। ‘ভূতের’ কেরামতি দেখতে ভিড় উপচে পড়ছে।
বর্ধমান শহরে আরও কয়েকটি থিমের পুজো হয়েছে। থিম এবং আলোর রোশনাইয়ে সেই পুজো মণ্ডপগুলিও নজর কেড়েছে। নীলপুর, পার্কাসরোড সহ বিভিন্ন জায়গায় মণ্ডপ তৈরি হয়েছে। শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকাগুলিতেও ধুমধাম করে পুজোর অয়োজন করা হয়। খণ্ডঘোষ, জামালপুর, রায়না, ভাতার সহ সব জায়গাতেই থিমের পুজো নজরকাড়েছে। আরও তিন দিন পুজোর রেশ থাকবে।
পুলিস জানিয়েছে, প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকলেও কোথাও অপ্রতীতিকর ঘটনা ঘটেনি। শহরজুড়েই পুলিস টহল দিয়েছিল। পুলিসের মহিলা বাহিনী শহরের গলিতে ঢুকে টহল দেয়।