রাজ্য বিভাগে ফিরে যান

কার্তিকের অর্ধেক পার! কবে থেকে শীতের অনুভূতি মিলবে বঙ্গে?

November 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কার্তিকের মাঝামাঝি। হেমন্তেও গরমের অনুভূতি হচ্ছে! এসেও আসছে না শীত। আলিপুর আবহাওয়া দপ্তর এবার সুখবর দিল। নভেম্বরের প্রথম সপ্তাহে হাওয়া বদল হতে পারে। আগামী কয়েকদিনে নিম্নমুখী হবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মৃদু্ উত্তর-পশ্চিমী হাওয়া এবার ঢুকতে শুরু করবে, এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। এখনই তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে, এমন সম্ভাবনা কম। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও ৫-৬ নভেম্বর হাল্কা বৃষ্টি হতে পারে।
নভেম্বরের শুরু ও মাঝামাঝি সময়ে তাপমাত্রা কমলে ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি হয়। রোদ উঠলে আর শীত বোঝা যায় না। আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা কমলে সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা নিম্নগামী হবে। তবে এখনই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা কম।

মঙ্গলবার ও বুধবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়তে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণের জেলাগুলিতে এখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কোথাও কোথাও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি। তবে আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহেই হাওয়া বদল হবে কলকাতার। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Winter, #Season, #West Bengal

আরো দেখুন