রাজ্য বিভাগে ফিরে যান

কালীপুজোয় রেকর্ড! কত টাকার বাজি বিক্রি হল বাংলায়?

November 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কালীপুজো-দীপাবলি মানেই বাজি। আলোর উৎসবের দু’দিনে গোটা রাজ্যে কত টাকার বাজি পুড়ল? বাজি ব্যবসায়ীদের একাধিক সংগঠনের দাবি, কলকাতা ও আশপাশের এলাকায় প্রায় ৩০০ কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। গোটা রাজ্যে বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার বাজি।

চম্পাহাটি-হাড়াল আতশবাজি ব্যবসায়ী সংগঠনের দাবি, প্রায় ১২ হাজার টন বাজি বিক্রি করেছে তারা, যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। বজবজ, নুঙ্গি মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার বাজি। হাওড়ার বাজি বাজারে সাতদিনে প্রায় দেড় কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। কলকাতায় ময়দান, টালা, কালিকাপুর ও বেহালার বাজি বাজারে প্রায় এক কোটি টাকার বাজি বিক্রি হয়েছে খবর।

সারা বাংলা আতশবাজি সমিতি সূত্রে খবর, বাংলাজুড়ে প্রায় ১০২টি বাজি বাজার বসেছিল। উত্তরবঙ্গে ৪২টি ও দক্ষিণবঙ্গে ৬০টি। চাহিদার তুলনায় এতগুলি বাজারও পর্যাপ্ত নয়। মোট ব্যবসার পরিমাণ অন্তত ৪ হাজার কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #fire crackers, #crackers

আরো দেখুন