দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সুন্দরবনের নদীতে ঐতিহ্যবাহী ডিঙি বাইচ ও ডোঙা বাইচ প্রতিযোগিতা

November 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমান সময়ে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে একাধিক খেলা। আর সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন। নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তবে এখনো ঐতিহ্য বজায় রেখে সুন্দরবনে নৌকা বাইচ ও ডোঙা ছুট প্রতিযোগিতা চলে আসছে। আর সুন্দরবনের ছেলেদের ডোঙা ছুটের পাশাপাশি মেয়েদের ডিঙিবাইচ প্রতিযোগিতা হয়ে গেল।

পূর্ব গুড়গুড়িয়ার চৌরঙ্গি বটতলা কালীপুজো কমিটি এর আয়োজক। গ্রামের যেসব মহিলা ও পুরুষ মৎস্যজীবী এতে অংশ নিয়েছিলেন, তাঁদের সম্মানিতও করা হয়। শনিবার ও রবিবার এই বাইচ প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছিল। নিরাপত্তায় ব্যবস্থা দেখতে মোতায়েন ছিল মৈপীঠ উপকূল থানার পুলিস।

গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েত এলাকায় নদীর কাছে সুন্দরবনের জঙ্গল। প্রায় সময়েই বাঘ চলে আসে লোকালয়ের দিকে। চলতি বছরেই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছিল এখানে। একপ্রকার ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করে, আর নদীতে মাছ-কাঁকড়া ধরে জীবিকা চলে এই এলাকার মানুষদের। এই মৎস্যজীবী মানুষদের আনন্দ দিতেই দু’দিন ধরে হয়ে গেল বাইচ প্রতিযোগিতা। হিন্দু, মুসলিম থেকে সকল সম্প্রদায়ের মৎস্যজীবীরাই এই বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#sundarbans, #canoe race

আরো দেখুন