উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে এবার জোড়াফুল ফুটবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল

November 4, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্র। ৯৬২ সালে এই কেন্দ্রে জয়ী হয় আরএসপি। ১৯৬৭ সালে এই আসনের দখল নেয় কংগ্রেস। তারপর ১৯৬৯-২০১১ সাল পর্যন্ত আরএসপির হাতেই ছিল আসনটি। ২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। ফলে এবার এই আসন ছিনিয়ে নেওয়া তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তাতে তৃণমূলের যুক্তি, মমতার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আর তৃণমূলের সাংগঠনিক ক্ষমতার জোরেই এবার মাদারিহাটে জোড়াফুল ফুটবে।

মাদারিহাট বিধানসভা এলাকাটি বৈচিত্রপূর্ণ। এখানে শহর, শিল্প এলাকার পাশাপাশি বনবস্তি, চা বাগান ও কৃষি এলাকাও রয়েছে। বানারহাটের দুটি গ্রাম পঞ্চায়েত সহ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বান্দাপানি, বীরপাড়া ১, বীরপাড়া ২, হান্টাপাড়া, খয়েরবাড়ি, লঙ্কাপাড়া, মাদারিহাট, রাঙ্গালীবাজনা, শিশুঝুমড়া এবং টোটোপাড়া এই দশটি গ্রাম পঞ্চায়েতের এলাকা এই বিধানসভার অন্তর্গত। বীরপাড়া-মাদারিহাটের চা বলয়ে বিজেপির সাথে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও বানারহাট ব্লকের গয়েরকাটা বাদে তেলিপাড়া, হলদিবাড়ি, বিন্নাগুড়ি ও মোরাঘাট এই চারটি চা বাগানেই এই তৃণমূল অনেকটা পিছিয়ে রয়েছে। এই ব্যবধান কমানোর পাশাপাশি এখান থেকে লিড নিয়ে জয় নিশ্চিত করাই এখন তৃণমূলের লক্ষ্য।

এবারের লোকসভা ভোটের নিরিখে চা বাগান এলাকার বুথভিত্তিক রিপোর্ট তৃণমূলের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক। মাদারিহাটে চা বাগান এলাকায় ৭৮টি বুথ। লোকসভা ভোটের ফলের নিরিখে তার মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৮টিতে। ৪০টি বুথে এগিয়ে অবশ্য বিরোধীরা। রায়ানপুর চা বাগানের ১৪/৫১ নম্বর বুথে তৃণমূলের ভোট সংগ্রহ ৪৪৭টি। বিরোধী দলের ঝুলিতে গিয়েছে ৩৮১টি ভোট। বন্দপানি চা বাগান এলাকায় বুথ চারটি। তার মধ্যে ১৪/২, ১৪/৩ ও ১৪/৪ নম্বর বুথে তৃণমূল অনেকটাই এগিয়ে। দেখলাপাড়া এবং জয়বীরপাড়া চা বাগানের সব ক’টি বুথেই এগিয়ে রাজ্যের শাসক দল।

তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালে বিধানসভা ভোটের ফলের নিরিখে মাদারিহাটে চা বাগানের অন্তর্গত ৭৮টি বুথের মধ্যে মাত্র ২টিতে তৃণমূল এগিয়ে ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরও ৩৬টি বুথে এগিয়ে গিয়েছি আমরা, আমরা ওই এলাকায় এগিয়ে আছি মোট ৩৮টিতে বুথে। আসন্ন উপনির্বাচনে মাদারিহাটের ৭৮টি বুথের মধ্যে তৃণমূল বেশিরভাগ বুথেই বিরোধীদের পিছনে ফেলে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madarihat, #prakash chik baraik, #winning, #trinamool, #tmc, #By-elections

আরো দেখুন