দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিল ২০২৪: নিরপেক্ষতা বজায় রাখতে অধ্যক্ষের হস্তক্ষেপের দাবিতে চিঠি JPC বিরোধী সাংসদদের

November 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ওয়াকফ বিল ২০২৪ নিয়ে উত্তাল গোটা দেশ। গঠিত হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। তাতেও মিটছে না বিতর্ক। ওয়াকফ সংক্রান্ত আলোচনা ও পদক্ষেপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বিরোধী সাংসদরা। ইতিমধ্যেই তাঁরা চিঠি দিয়েছেন অধ্যক্ষকে। জানা যাচ্ছে, আগামীকাল, ৫ নভেম্বর বেলা দেড়টায় এই মর্মে লোকসভার অধ্যক্ষকে স্মারকলিপি জমা দেবেন বিরোধী সাংসদেরা।

চিঠিতে বিরোধী সাংসদেরা চিঠিতে জানাচ্ছেন, বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) নিয়মিত বৈঠকে বসছে। কিন্তু বিরোধী সাংসদদের মত, বিলের আরও আলোচনা ও আইনি পরিভাষায় ব্যাখ্যা প্রয়োজন। তাঁরা মনে করছেন, এই সংশোধনী বিল দেশের ধর্মনিরক্ষেপতায় আঘাত আনতে পারে।

যৌথ সংসদীয় কমিটির বিরোধী সদস্যদের কথায়, যৌথ সংসদীয় কমিটি মিনি পার্লামেন্ট। একে যেন বিল পাশ করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা না হয়। তাঁরা অধ্যক্ষের হস্তক্ষেপ দাবি করছেন এ বিষয়ে। অন্যথায় যৌথ সংসদীয় কমিটি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় দিয়েছেন। স্মারক লিপি জমা দিতে পারেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #politics, #JPC, #WAKAF BILL

আরো দেখুন