অবসর ঘোষণা ঋদ্ধিমানের, আর ব্যাট হাতে নামবেন না পাপালি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেটকে বিদায় জানালেন ঋদ্ধিমান সাহা। ঘোষণা করলেন, এবারের রঞ্জি ট্রফিই তাঁর শেষ টুর্নামেন্ট। ঋদ্ধিমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্রিকেটে দারুণ একটা সফরের পর জানাই যে, এই মরশুমটাই আমার শেষ। শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। অবসরের আগে শুধু রঞ্জি ট্রফি খেলব। এই অবিশ্বাস্য পথ চলায় যারা আমার সঙ্গী হয়েছিল, প্রত্যেককে ধন্যবাদ। সকলের সমর্থন আমার কাছে অপরিসীম গুরুত্বের। এই শেষ মরশুমটা স্মরণীয় করে রাখতে চাই।’
দেশের জার্সিতে ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋদ্ধি। ৫৬ ইনিংসে করেছেন ১৩৫৩ রান। টেস্টে তিনটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ৯২টি ক্যাচ নিয়েছেন ও ১২টি স্টাম্পিং করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮ ম্যাচে ৭০১৩ রান করেছেন। বিগত দুই মরশুম ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এ মরশুমে ফিরেছেন বাংলায়। তিনি জানিয়েছেন, রঞ্জি ট্রফি খেলেই শেষ করবেন। সীমিত ওভারের ক্রিকেটে আর খেলবেন না।