রাজ্য বিভাগে ফিরে যান

বামফ্রন্ট অতীত! নকশাল-CPI(M)-র সখ্যে বাংলার বামশক্তির নয়া নামের জন্ম?

November 5, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ রাজনীতির একদা একেশ্বর সিপিএম এখন শূন্য। ৩৪ বছরের আধিপত্য শেষে বাম খড়কুটো ধরে প্রাসঙ্গিক হতে চাইছে বারবার। কখনও কংগ্রেস, কখনও আইএসএফের সঙ্গে জোট বেঁধেছে বামফ্রন্ট। এবারের বিধানসভা উপনির্বাচনে বাংলার বুকে সিপিআই লিবারেশনের সঙ্গে জোট বেঁধেছে বামফ্রন্ট। লিবারেশন কি ফ্রন্টের অংশ হবে? নাম বদলে যাবে বামফ্রন্টের? লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বললেন, তাঁদের দল বামফ্রন্টে ছিল না। বাইরের কোনও দল যদি ভিতরে আসে, তবে বৃহত্তর ঐক্য, পরিবর্তিত অবস্থা নতুন নামের দাবি রাখবে। তিনি কি বার্তা দিচ্ছেন ফ্রন্ট শরিকদের?

বিগত উপনির্বাচনে বাংলায় লিবারেশন সমর্থন জানিয়েছিল বামফ্রন্টকে। জল্পনা তুঙ্গে উঠেছিল তখনই। আরজি কর ইস্যুতে ডাক্তারদের আন্দোলনে মুখোশ পরে নেমে পড়েছিল সিপিএম। সামনে ছিল নকশাল। এই সময়টায় কাছাকাছি আসে লিবারেশন ও সিপিএম। দীপঙ্করবাবু বলছেন, “পশ্চিমবঙ্গে নতুন বাম ঐক্য দরকার। বামফ্রন্ট নামটা দীর্ঘদিনের এই জোটের সঙ্গে জড়িয়ে। তাই নতুন পরিস্থিতিতে একটা নতুন নাম প্রয়োজন। কেন্দ্রেও একই বিষয় হয়েছে। ইউনাইটেড ফ্রন্ট, ইউপিএ ছিল। তারপর ইন্ডিয়া হল।” নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত লিবারেশন প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার। দীপঙ্করবাবুর আরও বলেন, “আমরা এর আগে সিপিএমকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কিছু আসনে সমর্থন দিয়েছি। সিপিএমের প্রচেষ্টা এই প্রথম।” আগামী বুধবার নৈহাটিতে নির্বাচনী প্রচারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও দীপঙ্কর ভট্টাচার্যকে এক মঞ্চে দেখা যাবে।

ইতিমধ্যেই বামফ্রন্টের অন্দরে নাম বদল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর সেলিম নমনীয় হলেও নাম পরিবর্তন নিয়ে শরিক দলে অন্য সুর। বাম শরিক দলের নেতৃত্বের বক্তব্য, বামফ্রন্ট আবেগের নাম। অনেকের আত্মত্যাগে বামফ্রন্ট তৈরি হয়েছে। সাফ কথায়, তাঁরা রাজি নন। কেউ কেউ বলছেন, নতুন নাম মানুষের মনে অনাস্থা তৈরি করবে। ফ্রন্টের নাম বদল প্রক্রিয়া কি দানা বাঁধতে শুরু করেছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Naxalite, #West Bengal, #Left Front, #Cpim

আরো দেখুন