স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ভাইরাল জ্বরে কাবু? জেনে নিন সহজ টোটকা

November 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসব মিটতেই কাবু করছে ভাইরাল জ্বর। ঘরোয়া টোটকাতেই মিলতে পারে উপশমের পথ।

তুলসী পাতার ক্বাথ: ১০টি বা ১৫ টি তুলসী পাতা দুই কাপ জলে সেদ্ধ করে অর্ধেক করে ক্বাথ বানিয়ে নিতে হবে। সারা দিনে ২-৩ বার পান করলে জ্বর কমাতে সাহায্য করে।

আদা ও মধু: আদার রস ও মধু একসঙ্গে মিশিয়ে দিনে ২ বার সেবন করলে জ্বর ও ঠান্ডার উপসর্গের উপশম হয়।

গোলমরিচ ও হলুদ দুধ: এক চিমটি গোলমরিচ এবং হালকা এক গ্লাস গরম দুধে মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও দ্রুত আরোগ্য প্রাপ্তিতে সহায়ক।

জিরে: জিরে ও সৈন্ধব লবন ফোটানো জল জ্বর কমানোর ক্ষেত্রে বিশেষ উপকারী।

ধনে গুঁড়ো: ধনে ফোটানো জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

বাসক ও রামবাসক: বাসক বা রামবাসকের পাতার রস বা পাতা সেদ্ধ জল ভাইরাল জ্বরের চিকিৎসায় ভীষণ উপকারী।

গুলঞ্চ: গুলঞ্চ কাণ্ডের রস, কাণ্ড সেদ্ধ জল খেলে জ্বরের প্রভাব থেকে দ্রুত মুক্তি ঘটে।

যদি জ্বর দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Health Tips, #Viral Fever

আরো দেখুন