দেশ বিভাগে ফিরে যান

কবে শুরু সংসদের শীতকালীন অধিবেশন? দিনক্ষণ জানালেন কিরেণ রিজিজু

November 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে কবে? দিনক্ষণ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি জানান, আগামী ২৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর সংসদের এটাই প্রথম অধিবেশন হতে চলেছে। আবার এই অধিবেশন শেষ হওয়ার পরই দিল্লি বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। ফলে এই অধিবেশন রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ।

এক্স হ্যান্ডলে তিনি আরও লেখেন, ২৬ নভেম্বর ৭৫তম সংবিধান উদযাপন বার্ষিকীতে সংবিধান সদন অর্থাৎ পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদকে নিয়ে যৌথ অধিবেশন বসবে।

সরকারি সূত্রের খবর, এই অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিল নিয়ে আলোচনা হবে। ওয়াকফ সংশোধনী বিলটি বর্তমানে সংসদীয় যৌথ কমিটিতে রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে বিলের উপর চূড়ান্ত রিপোর্ট সাবমিট করার সময়সীমা দেওয়া হয়েছে। এছাড়াও এই ওয়াকফ বিল ইস্যুতে ফের সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#parliament winter session, #Parliament

আরো দেখুন