দেশ বিভাগে ফিরে যান

মোদীর বিরুদ্ধে সরব খোদ তাঁর ভাই, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপকে দুষলেন ‘নাটক’ বলে!

November 5, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে মোদীর নীতির সমালোচনা করলেন খোদ তাঁর ভাই প্রহ্লাদভাই মোদী। সাফ ইঙ্গিত করলেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ডাহা ফেল মোদী সরকার। বাজারদর নিয়ন্ত্রণে, মঙ্গলবার ‘ভারত’ ব্রান্ড আটা, চাল বিক্রির দ্বিতীয় পর্বের সূচনা করবেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশি। যাকে ‘সরকারের নাটক’ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদীর ভাই তথা আমেদাবাদের রেশন ডিলার প্রহ্লাদভাই।

কেন্দ্র রেশন দোকানের মাধ্যমে ২৯ টাকা কিলো দরে ভারত চাল, সাড়ে ২৭ টাকা কিলো দরে আটা, ৬০ টাকায় ছোলার ডাল বিক্রির ছাড়পত্র দিয়েছে। নাফেড এবং এনসিসিএফ তা দিচ্ছে না বলেই অভিযোগ। রেশন ব্যবস্থার বিষয়ে নীতি আয়োগের ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছেন রেশন ডিলারদের সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু ও সিনিয়র সহ-সভাপতি প্রহ্লাদভাই মোদী। ভারত আটা, চাল বিক্রির কথা জানতেই বিশ্বম্ভরবাবুর অভিযোগ, “উল্লেখিত দুই কেন্দ্রীয় এজেন্সি বলছে, কাকে চাল, আটা দিচ্ছি, তার রসিদ দেখাতে হবে। অথচ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যখন নাফেড আর এনসিসিএফ সরকারি চাল, আটা বিক্রি করছে, তখন গ্রাহককে রসিদ দিচ্ছে না। আসলে সামনে কয়েকটা গাড়িতে বিক্রির ছবির পিছনে বড় মলে বা পাইকারি ব্যবসায়ীদের সরকারি সস্তার খাদ্যবস্তু বিক্রির কালোবাজারি চলছে।” প্রহ্লাদভাইয়ের কথায়, “রেশন পায় গরিবরা। তারাই যদি সস্তায় ভারত চাল আটা না পায়, তাহলে সরকারের এই উদ্যোগের কী মানে? এভাবে মূল্যবৃদ্ধি রোখা যাবে কি?”

‘ফেক তথ্য প্রচারের মাস্টার’ বলে মোদী বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি দাবি করেন, শাকসব্জি থেকে চাল-গমের মতো খাদ্যপণ্যের দাম গত ১৪ মাসে ৯.২ শতাংশ থেকে বেড়ে ১০.৭ শতাংশ হয়েছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের চাহিদা এক বছরে ১০.১ শতাংশ থেকে কমে ২.৮ শতাংশে নেমে এসেছে। মূল্যবৃদ্ধির মারে গৃহস্থের সঞ্চয় গত ৫০ বছরে সবচেয়ে কম। খাড়্গের তোপ, এসব বাস্তব মানতেই চান না মোদী। মিথ্যে তথ্য প্রচার করেন। যে বিষয়ে তিনি মাস্টার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prahlad Modi, #Nda govt, #Narendra Modi, #bjp, #price rise

আরো দেখুন