দেশ বিভাগে ফিরে যান

উপনির্বাচনের দিন বদল! ভোটগ্রহণের নয়া তারিখ কী জানালো কমিশন?

November 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একেবারে শেষ মুহূর্তে বদলে গেল উপনির্বাচনের দিন। বাংলা-সহ মোট ১৪টি রাজ্যের ৪২টি বিধানসভা আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের নামও ঘোষণা হয়ে গিয়েছে। ৪ নভেম্বর, কয়েকটি আসনে উপনির্বাচনের দিন বদল করল নির্বাচন কমিশন। নানান উৎসব থাকায় ১৩ নভেম্বরের বদলে ২০ নভেম্বর করা হবে উপনির্বাচন।

কমিশন জানিয়েছে, কংগ্রেস, বিজেপি, বিডিপি, আরএলডি-সহ বেশ কয়েকটি জাতীয় ও রাজ্যস্তরের দলের পক্ষ থেকে ১৩ তারিখ ভোট না-করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতেই দিন বদল করা হল। নানান উৎসব থাকায়, ওই দিন ভোটগ্রহণ হলে, ভোটারের উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। যদিও বঙ্গের উপনির্বাচনের দিন একই থাকছে। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে ১৩ নভেম্বরই ভোট হবে।

কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের উপনির্বাচনের দিন বদল হয়েছে। কেরলের পালাক্কাড়, পঞ্জাবের ডেরা বাবা নানক, চব্বেরওয়াল, গিদ্দেরবাহা ও বার্নাল এবং উত্তর প্রদেশের মীরাপুর, কুন্দরকি, গাজিয়াবাদ, খয়ের, কারহাল, সিশামাউ, ফুলপুর, কাটহারি এবং মাঝাওয়ান, এই বিধানসভা আসনগুলির উপনির্বাচন হবে ২০ নভেম্বর। সব বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election, #By Election, #Eci, #India

আরো দেখুন