রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইলেন নৈহাটির প্রতিষ্ঠিত ডাক্তারবাবুরা

November 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ময়দানের তিন প্রধানের পর এবার প্রকাশ্যে নৈহাটির প্রতিষ্ঠিত ডাক্তাররাও তৃণমূল প্রার্থী সনৎ দে’র সমর্থনে ভোটের আবেদন জানালেন। ডাঃ দেবদাস চক্রবর্তী, ডাঃ দেবাশিস নন্দী, ডাঃ অভীক দাস, ডাঃ এইচ এস পাঠক এবং ডাঃ এ এন বিশ্বাসের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে তাঁরা নিজেদের পরিচয় দিয়ে বলছেন, তৃণমূল প্রার্থী সনৎ দে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত। করোনাকালে নিজের জীবন বাজি রেখে তিনি কাজ করেছেন, তা প্রশংসনীয়। নৈহাটি স্টেডিয়ামে আড়াইশো বেডের সেফ হোম তৈরি করে মানুষকে রক্ষা করেছেন। তাঁকে নৈহাটির উপনির্বাচনে সমর্থন করা উচিত। বাম আমলে ডাঃ দেবদাস চক্রবর্তী নৈহাটি পুরসভার সিআইসি মেম্বার ছিলেন।

ডাক্তারদের এহেন আবেদন নৈহাটিতে অন্য সমীকরণ তৈরি করেছে। আরজি কর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, সে সময় তৃণমূল প্রার্থীর হয়ে ডাক্তারদের আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনৎবাবুর নিজের ওষুধের দোকান রয়েছে। দোকানের সঙ্গে রয়েছে ডাক্তারদের চেম্বার। নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদের দায়িত্ব সামলেছেন সনৎ। ডাক্তারদের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তৃণমূল প্রার্থী জানান, ডাক্তারদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। ভালবাসা থেকে তাঁরা ভিডিও বার্তা দিয়েছেন। সনতের বিশ্বাস, উপনির্বাচনে ডাক্তারদের আবেদন জনমানসে নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#By Election, #Naihati, #West Bengal, #tmc, #doctors

আরো দেখুন