রাজ্য বিভাগে ফিরে যান

তন্ময় আবহে নারী নিগ্রহের অভিযোগে দক্ষিণ কলকাতার তরুণ নেতাকে বহিষ্কার করল সিপিএম

November 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ কলকাতার সিপিএম-এর এক তরুণ নেতা গত অগস্ট-সেপ্টেম্বর মাসে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দলের হয়ে রাস্তায় নেমেছিলেন। পথসভায় বক্তৃতাও করেছেন। সিপিএম সূত্রে খবর, দলেরই দুই সদস্যের কন্যাকে (যাঁদের এক জন সিপিএমের পার্টি সদস্য) হেনস্থা করার অভিযোগ উঠেছিল ওই তরুণ নেতার বিরুদ্ধে। এরিয়া কমিটির পাশাপাশি ওই দু’জন চিঠি দেন জেলা সিপিএমেও।

দলের টালিগঞ্জ-২ এরিয়া কমিটি সিদ্ধান্ত নিয়েছিল ওই নেতাকে বহিষ্কার করার। সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী। সিদ্ধান্ত অনুমোদনের সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এরিয়া কমিটিকে।

সিপিএম সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে উপস্থিত জেলা সম্পাদক কলোল্ল মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, কোনও কমিশনের প্রক্রিয়ায় এখন যাওয়া যাবে না। কারণ সম্মেলন প্রক্রিয়া চলছে। ফলে শোকজ করে অভিযুক্তের থেকে জবাব নিয়ে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার জবাবি চিঠি নিয়ে বৈঠকে বসে সিপিএমের টালিগঞ্জ-২ এরিয়া কমিটি। সেখানে এক জন বাদ দিয়ে বাকি সকলেই বহিষ্কারের পক্ষে সায় দেন। এরিয়া কমিটির মনোভাবেই সিলমোহর দিয়েছে জেলা সম্পাদকমণ্ডলী।

এত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন বহিষ্কৃত নেতার অনুগামীরা। তাঁদের বক্তব্য, সম্মেলন প্রক্রিয়ার মাঝে তাঁকে ‘ছেঁটে’ ফেলতেই এই ঘটনা ঘটানো হয়েছে। সূত্রের খবর, জেলা সম্পাদকমণ্ডলীতেও কয়েক জন এই ভাবে দ্রুততার সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি। যদিও সেই সংখ্যা ছিল নিতান্তই কম। এই তরুণ নেতার বিরুদ্ধে কয়েক বছর আগে এক যুবনেত্রীকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিস্তর তোলপাড় হয়েছিল জেলা সিপিএমে। ওই ঘটনাতেও তাঁকে বহিষ্কারের পক্ষে সওয়াল করেছিলেন অনেকে। কিন্তু তখন তা সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#CPM, #Expelled, #CPM Leader

আরো দেখুন