বাম আমলের কোন মন্ত্রী কংগ্রেস ছেড়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন?
বাম জমানার মন্ত্রী আব্দুস সাত্তার কংগ্রেস ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মুখ্য উপদেষ্টার পদে যোগদান করলেন। তারপরই মঙ্গলবার কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে তিনি ইস্তফাপত্র পাঠান।
বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০১৮ সালে সিপিএম ছেড়ে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন। একুশের বিধানসভা ভোটে বাদুড়িয়া থেকে প্রার্থী হয়েছিলেন সাত্তার। কিন্তু জিততে পারেননি। রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সাত্তারকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের কথা জানিয়েছে।
সাত্তারের দলত্যাগ নিয়ে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায় লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ‘‘অনেকদিন ক্ষমতার বাইরে থেকে উনি হাঁপিয়ে উঠেছিলেন বোধ হয়। তাই ন্যায় নীতিহীন, সুবিধাবাদী এই আত্মসমর্পণ। কংগ্রেস করতে অনেক শক্ত মেরুদণ্ড আর ত্যাগ-তিতিক্ষা লাগে, যেটা আমাদের হাজার হাজার কর্মী অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে প্রমাণ করেছেন। আমাদের দলে এ সবের কোনও প্রভাব পড়বে না।’’
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার আসন্ন উপনির্বাচনে সাত্তারকে গত ২৫অক্টোবর পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়েছিলেন সাত্তার।