রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ–বিজেপি নেতৃত্বকে ফের কড়া ভাষায় বিঁধলেন অনুপম

November 7, 2024 | < 1 min read

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা, ছবি সৌজন্যে: ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে আর পাঁচদিন। তারপরই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। এই আবহে বঙ্গ–বিজেপি নেতৃত্বকে আবার কড়া ভাষায় বিঁধলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টে লেখেন, প্রত্যেক বুথে লোক বসাতে পারায় ডোনাল্ড ট্রাম্প জিতছেন। অন্যদিকে কমলা হ্যারিসের অবস্থা বঙ্গ বিজেপির মতো। কাগজে-কলমে বুথ কমিটি থাকলেও, বুথে বসার লোক নেই। অর্থাৎ, বঙ্গ বিজেপির নেতৃত্ব তাদের সংগঠন মজবুত করতে পারেনি। প্রত্যেক অঞ্চলে বিজেপির কমিটি থাকলেও নির্বাচনের সময় বুথে এজেন্ট দিতে পারে না দল। স্বাভাবিকভাবেই অনুপমের এই পোস্টের কারণে অস্বস্তিতে রাজ্যও জেলা বিজেপি নেতৃত্ব।

আগেও একাধিক ঘটনায় গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন অনুপম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানাচ্ছেন তখন বঙ্গ–বিজেপি নেতৃত্বকে এভাবে ঠোকা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal BJP, #Anupam Hazra, #By Election, #West Bengal

আরো দেখুন