তৃণমূলে যোগ না দিয়েও সরাসরি প্রশাসনিক পদ সামলাবেন বুদ্ধর আমলের এই বাম মন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপনির্বাচনের মুখে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টা হয়েছেন একদা বাম আমলের প্রাক্তন সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের মন্ত্রী ড. আবদুস সাত্তার। ২০০৬ থেকে ২০১১ সাল, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তিনি মন্ত্রী ছিলেন। তারপর তিনি কংগ্রেসে যোগ দেন। জানা যাচ্ছে, সাত্তারকে সম্প্রতি এই প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার সকালে এনিয়ে তাঁর চূড়ান্ত মত চাওয়া হয়। তিনি রাজি হন। তার পর তিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেই ইস্তফাপত্র প্রদেশ কংগ্রেসে পাঠিয়ে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারকে সাত্তারের দলত্যাগের খবর জানানো হয়।
সম্প্রতি প্রদেশ সভাপতি নির্বাচনী দৌড়ে সাত্তারের নাম নাকি একেবারে সামনের দিকে চলে গিয়েছিল। সেই সাত্তারের কংগ্রেস ত্যাগ প্রদেশ নেতৃত্ব জানলো দিল্লি থেকে। স্বাভাবিকভাবেই এই নিয়ে দলে এবং নানা মহলে চর্চাও চলছে।
উত্তর ২৪ পরগণার আমডাঙার প্রাক্তন বিধায়ক সাত্তার ২০১৮ সালে সিপিএম ছেড়ে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে বাদুড়িয়া থেকে প্রার্থী হন সাত্তার।
সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় মুখ্যমন্ত্রীর ‘প্রধান উপদেষ্টা’ হিসাবে হিসেবে দায়িত্ব পেয়ে কার্যত, তৃণমূলে যোগদান না করেই সাত্তার পূর্ণমন্ত্রীর পদের মর্যাদা পেয়ে গেলেন।