খেলা বিভাগে ফিরে যান

ISL-এ ‘মিনি ডার্বি’ জিততে মরিয়া ইস্টবেঙ্গল, কামব্যাক করতে চাইছে মহামেডানও

November 8, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাত পোহালেই ‘মিনি ডার্বি’। আইএসএল-এর সপ্তম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাব। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের পড়শী ক্লাবকে পরাজিত করে আইএসএল প্রথম জয় নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য লাল-হলুদের। অপরদিকে আইএসএলের টানা তিনটি ম্যাচে ধরশায়ী হওয়ার পর এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে সাদা-কালো শিবিরের। সেইমতো গত কয়েকদিন ধরে গোটা দলকে অনুশীলন করাচ্ছেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ মরশুমে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। এই পরিস্থিতিতে মিনি ডার্বির হাত ধরেই কামব্যাক করতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের অনুশীলন দেখতে আসেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

প্রসঙ্গত, এদিন সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারল ইস্টবেঙ্গল এফসি। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ যাবতীয় ভুলভ্রান্তি খতিয়ে দেখলেন। বুধবার অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন লাল-হলুদের কাস্টডিয়ান প্রভসুখন গিল। কিন্তু, বৃহস্পতিবার দলের সঙ্গে জমিয়ে অনুশীলন করলেন তিনি।

এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এবং মহমেডান দুটো দলই খুব একটা ভাল জায়গায় নেই। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল যেখানে একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে, ঠিক একধাপ উপরেই রয়েছে মহমেডান স্পোর্টিং। ফলে এর থেকে ভাল কামব্যাকের সুযোগ যে ইস্টবেঙ্গল পাবে না, তা বলাই বাহুল্য।

অন্যদিকে, আপাতত বিদেশি ফুটবলার পরিবর্তন করার কথা ভাবছে না ইস্টবেঙ্গল। ভাবলেই তো হল না। কাউকে বাদ দিয়ে নতুন করে বিদেশি ফুটবলার আনতে গেলে দু’ক্ষেত্রেই টাকার প্রয়োজন। যাঁকে বাদ দেওয়া হবে, তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যাঁকে নেওয়া হবে তাঁর সঙ্গেও বিশাল টাকা দিয়ে চুক্তি করতে হবে। যা খুব দ্রুততার সঙ্গে করা সম্ভব নয়। এর উপর নতুন কোনও বিদেশি ফুটবলার এই মুহূর্তেই নিতে হবে এরকম ভাবে এখনও টিম ম্যানেজমেন্টকে জোর দেননি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। ফলে জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খোলার আগে নতুন কোনও বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গলে যোগ দেবেন বলে মনে হয় না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammedan Sporting Club, #Mini Derby, #Isl 2024, #East Bengal

আরো দেখুন