পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

 প্রায় ১৫০ বছর ধরে একই ধারায় চলে আসছে হাওড়ার কুণ্ডু বাড়ির জগদ্ধাত্রী পুজো

November 8, 2024 | < 1 min read

হাওড়ার কুণ্ডু বাড়ির জগদ্ধাত্রী পুজো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় দেড়শ বছরের প্রাচীন হাওড়ার রামরাজাতলার কুণ্ডু বাড়ির জগদ্ধাত্রী পুজো। আজও এখানে পুরনো রীতি মেনেই জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয়। তবে আজ থেকে ৬৬ বছর আগে সাময়িক বিরতি হলেও  নতুন করে ফের পুজো শুরু হয়। আজও অগণিত ভক্ত নবমীতে কুমারী পুজো দেখতে  ভিড় করেন কুণ্ডু বাড়িতে।  

জানা গিয়েছে, চক্রবেড়িয়ার আদি বাড়িতে প্রিয়নাথ কুণ্ডুর হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। এরপর  ১৯৫৯ সালে তা স্থানান্তরিত হয়  রঘুনাথ কুণ্ডু নামক আরও এক শরিকের বাড়ি। শোনা যায়, পুজোর মাত্র সাত দিন বাকি থাকতেই কাকার কাছ থেকে প্রতিমার বায়না দেওয়ার জন্য ৫ টাকা নিয়ে যান কুমোরটুলি।বাড়িতে এসে সে কথা জানানোর পর পুজো না করার সিদ্ধান্ত নেয় পরিবার। এভাবেই সূচনা হয় নতুন বাড়ির পুজো। 

কুণ্ডু বাড়ির জগদ্ধাত্রী  চতুর্ভুজা। দেবীর গাত্রবর্ণ সূর্যোদয়ের রঙের মতো। প্রাচীন রীতি মেনে এখানে নবমীতে করা হয় দেবীর আরাধনা। এখানে জগদ্ধাত্রীকে দেওয়া হয় পরমান্ন। রাজসিক ভোগে পোলাও ও খিচুড়ি ও চচ্চড়িসহ নানা ধরণের তরকারি নিবেদন করা হয়। সেদিন কুমারী পুজোও হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #Jagaddhatri Puja, #Kundu Bari

আরো দেখুন