রাজ্য বিভাগে ফিরে যান

সাইবার প্রতারকদের হাত থেকে কীভাবে রক্ষা পাবেন? সমাজমাধ্যমে পোস্ট করে জানালো কলকাতা পুলিশ

November 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাইবার প্রতারকদের হাত থেকে কীভাবে রক্ষা পাবেন? সাধারণ মানুষকে সতর্ক করতে এবার সমাজমাধ্যমে পোস্ট করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ডিসিপি( সাইবার ক্রাইম)-র এক্স হ্যান্ডেলে এবং কলকাতা পুলিশের হ্যান্ডেলে এই পোস্টটি দেখা গেছে।

ফলে, সাইবার প্রতারকদের হাত থেকে সাবধান থাকতে কী করবেন আর কী করবেন না, জানা যাচ্ছে এক ঝলকেই।

কলকাতা পুলিশের পোস্ট বলছে, আফসোস করার থেকে ভালো সচেতন থাকা। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নিরাপত্তা সংক্রান্ত কিছু টিপস থাকল।

সাবধান থাকতে কী কী করণীয় –

অক্ষর ও সংখ্য়ার সমণ্বয়ে তৈরি( A@#*2) কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন।

টু ফ্য়াক্টর অথেনটিকেশন দ্বারা প্রোফাইল সুরক্ষিত রাখুন।

আপনার প্রোফাইলগুলির ফ্রেন্ডলিস্ট বা ফলোয়ার্সে কারা অ্যাড আছে খেয়াল রাখুন।

আপনার ব্যবহৃত ডিভাইস ও অ্যাপ্লিকেশনগুলি সদা আপডেটেড রাখুন।

প্রাইভেসি সেটিংস চেঞ্জ করে নিজের গোপনীয়তা বজায় রাখুন।

প্রতিটি সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টের জন্য় আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।

কোনগুলি করণীয় নয়-
আবেগের বশে অতিরিক্ত শেয়ার বন্ধ করুন।

ব্যক্তিগত ফোন নম্বর বা জন্মতারিখ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।

সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

নিরাপত্তাহীন ওয়াইফাই ব্যবহার করবেন না।

অপরিচিত কোনও ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য় শেয়ার করবেন না।

অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না।

এরপরেও যদি সাইবার অপরাধ সংক্রান্ত কোনও ঘটনা হয় তবে কী করবেন?
কলকাতা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধের অভিযোগের জন্য, https://cybercrime.gov.in এ রিপোর্ট করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cyber Fraud, #Kolkata Police, #Awareness, #cyber crimes, #Cyber security

আরো দেখুন