শনিবার নির্বাচন কমিশনে দুটি অভিযোগ দায়ের করল তৃণমলের সাংসদ প্রতিনিধিদল – দেখে নিন সেই অভিযোগগুলি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গ: লোকসভা এবং রাজ্যসভা মিলিত পাঁচ সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভারতের নির্বাচন কমিশনের কাছে শনিবার দুপুরে দুটি অভিযোগ দায়ের করেছে৷ সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের নির্বাচন কমিশনের কাছে দুটি অভিযোগ দায়ের করেছে৷ ২০০৩ সালের নির্বাচন কমিশনের মোতায়েন নিয়ম স্পষ্টভাবে বলে যে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে তাদের সঙ্গে একটি রাজ্য পুলিশের প্রতিনিধি থাকা প্রয়োজন৷ … পশ্চিমবঙ্গের উপনির্বাচনে যা দেখ গেছে তা হল কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সাথে সমন্বয় করে কাজ করছে এবং ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলে। এই বিষয়ে তাঁরা একটি চিঠি জমা করেছেন।
সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ভারতের নির্বাচন কমিশনের কাছে এর আগে তাঁরা শুনানি চেয়েও পাননি। তিনি বলেন, বিজেপি জাতীয়তাবাদের কথা বলছে আর একজন কেন্দ্রীয় মন্ত্রী (সুকান্ত মজুমদার) রাজ্যের পুলিশকে বলছেন, উর্দি থেকে অশোক চক্র ফেলে চপ্পল লাগাতে। এই ধরনের অবমাননাকর মন্তব্যের নিন্দা করে তিনি বলেন,অবিলম্বে কমিশনের পদক্ষেপ আশা করছেন তাঁরা। এই বিষয়েও তাঁরা একটি চিঠি জমা দিয়েছেন।