রাজ্য বিভাগে ফিরে যান

এবার এমপি কাপ টুর্নামেন্ট নয়! সংসদীয় এলাকায় নয়া কোন কর্মসূচি ঘোষণা অভিষেকের?

November 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার আমতলায় দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ থেকে নেতা-কর্মীরা ঘিরে ধরেন দলের সাধারণ সম্পাদককে। অভিষেক ঘোষণা করেন নতুন কর্মসূচি। এ বছর এমপি কাপ টুর্নামেন্টের বদলে চিকিৎসা পরিষেবায় বাড়তি নজর দিতে ডায়মন্ড হারবার জুড়ে স্বাস্থ্য শিবিরে কথা বলেন।

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আমতলার দলীয় কার্যালয়ে ছিলেন। সাংসদকে কাছে পেয়ে শুভেচ্ছা-ভালবাসায় ভরিয়ে দেন সকলে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভার বিধায়ক, পুরপ্রতিনিধি, কর্মী, সমর্থকরা ছিলেন। অভিষেক নতুন কর্মসূচির ঘোষণা করেন। জানান, এবার এমপি কাপ টুর্নামেন্ট হবে না। এলাকাজুড়ে স্বাস্থ্য শিবির করা হবে। ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রস্তুতি শেষ করে শিবির চালু করতে হবে।

অভিষেক জানিয়েছেন, ৩০ থেকে ৪৫ দিন ধরে স্বাস্থ্য শিবিরগুলি চলবে। ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা কেন্দ্রে আড়াইশো থেকে ৩০০ স্বাস্থ্য শিবির খুলতে হবে। প্রতিদিন সেখানে চিকিৎসা করবেন ৫০০ থেকে ৬০০ জন ডাক্তার। স্থানীয় বাসিন্দারা সবরকম স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন নিখরচায়। আলাদা করে টেস্ট রুমও থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #Diamond Harbour, #Medical Camp, #TMC MP

আরো দেখুন