খেলা বিভাগে ফিরে যান

আজ জিকেরবেরহায় সিরিজের দ্বিতীয় টি-২০, প্রোটিয়াদের বিরুদ্ধে কী রণকৌশল সূর্যের?

November 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানে ভর করে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। ঘূর্ণির দাপটে প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে সূর্যের দল। কিন্তু ব্যাটিং নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। ডারবানে সঞ্জুর সেঞ্চুরি বাদ দিলে আর কারও ব্যাটে বড় রান আসেনি। বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইয়ের স্পিনের জেরে জয় এসেছিল।

রবিবার জিকেরবেরহায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারত। ওপেনার অভিষেক শর্মার ধারাবাহিক ব্যর্থতা চিন্তার কারণ। যশস্বী জয়সওয়ালের বিকল্প হিসেবে অভিষেককে তৈরি রাখতে চাইছে ম্যানেজমেন্ট। এক ওপেনার সঞ্জু অবশ্য টানা দ্বিতীয় সেঞ্চুরিতে নিজের জায়গা পাকা করে ফেলেছেন।

অধিনায়ক সূর্য শুক্রবার বড় রানের সুযোগ নষ্ট করেছেন। একই কথা প্রযোজ্য তিলক ভার্মার জন্যও। হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং সেভাবে কিছুই করতে পারেননি। মাত্র ৩৬ রানে পড়ে যায় শেষ ছয় উইকেট। স্লগ ওভারে ঝড় ওঠেনি। দুই স্পিনার বরুণ ও বিষ্ণোই দারুণ বোলিং করেছেন। দুই পেসার আভেশ, অর্শদীপও ভাল। আজ ম্যাচ শুরু সন্ধে ৭-৩০ মিনিটে। স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 cricket, #IND Vs SA

আরো দেখুন