কলকাতা বিভাগে ফিরে যান

কলিঙ্গভূমে জয় অধরা, ওড়িশার বিরুদ্ধে ১-১ গোলে ড্র মোহনবাগানের

November 10, 2024 | < 1 min read

ওড়িশা বনাম মোহনবাগান, ছবি সৌজন্যে – মোহনবাগান এক্স হ্যান্ডেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসি। ম্যাচের ৪মিনিটেই ওড়িশা হুগো বৌমাস গোল দেন। ফলে শুরুতেই চাপে পড়ে যায় সবুজ-মেরুন শিবির। কিন্তু ৩৬ মিনিটে গোল শোধ করে দেন বাগানের মনবীর সিংহ। ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১।

শেষ পর্যন্ত কামব্যাকের চেষ্টা করছিলেন মনবীররা। কিন্তু ব্যর্থ হয়। ওড়িশার সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে সবুজ-মেরুন শিবিরকে। এই ম্যাচ জিততে না পারায় মোহনবাগানের লিগ তালিকায়  শীর্ষে থাকার সুযোগ হাতছাড়া হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Isl 2024, #mohun bagan and odisha fc, #Mohun Bagan

আরো দেখুন