চন্দননগর, কৃষ্ণনগরের মতো কলকাতাতেও জাঁকজমক সহকারে চলছে জগদ্ধাত্রী পুজো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দননগর, কৃষ্ণনগরের মতোই জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে কলকাতাতেও। আলোয় সেজে উঠেছে শহর। সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজোর আয়োজন হয়েছে কোথাও কোথাও। আবার আজ রবিবার, নবমীর দিনেও কোথাও কোথাও পুজো হচ্ছে। মধ্য কলকাতার বেনিয়াটোলা লেনের সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ২৫তম বর্ষে পড়ল চলতি বছর। প্রতিমা সাবেকি, ডাকের সাজের। ষোড়শোপচারে পুজো হয়। পুজোয় ফলমূলের সঙ্গে ভোগ নিবেদন করা হয়। আলোয় সেজে উঠেছে মণ্ডপ।
রুবি গোলপার্ক সভ্যবৃন্দের জগদ্ধাত্রী বন্দনা রজত জয়ন্তী বর্ষে পা দিল। বাঁশ, বেত, দরমা, শীতলপাটি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। ১২ ফুটের প্রতিমার রূপ সাবেকি। মানিকতলা অঙ্গীকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবার ১৮ বছরে পা দিল। ১৫ ফুটের প্রতিমার সাবেকি রূপ এখানে।
উত্তর শহরতলির দেবীবরণ পুজো কমিটির মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে সমারোহে। নবমীর দিন বিভিন্ন প্রহরে সপ্তমী‑অষ্টমীর পুজো হয়। মহিলারাই পুজোর যাবতীয় আয়োজন করে। আজাদগড় জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো ১৮ বছরে পড়ল। সাবেকি মাতৃপ্রতিমার চালচিত্র-সহ সমস্ত কাজই মাটির। কলুপাড়া স্পোটিংয়ে সপ্তমী থেকে নবমী পর্যন্ত মহাসমারোহে পালিত হচ্ছে হৈমন্তিকার পুজো।