প্রিয় মুহূর্ত হবে আপন! আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির Netflix
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিনেমা, সিরিজের বিশ্বখ্যাত প্ল্যাটফর্ম হল নেটফ্লিক্স। আরও একটি আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির এই ওটিটি প্ল্যাটফর্ম। পছন্দের সেরা মুহূর্ত চিরআপন করে নিজের কাছের রাখার সুযোগ মিলবে।
নয়া ফিচারের নাম ‘মোমেন্টস’। যার সুবাদে অ্যাপ থেকেই পছন্দের সিনেমা, রিয়ালিটি শো বা ওয়েব সিরিজের কোনও দৃশ্যের স্ক্রিনশট নেওয়া যাবে। প্রিয় মুহূর্ত নিজের কাছে রেখে দেওয়ার ক্ষেত্রে আর বাধা রইল না। শুক্রবার আইওএস ইউজারদের জন্য চালু হয়েছে ‘মোমেন্টস’। আগামী সপ্তাহে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও এই ফিচার চালু হয়ে যাবে।
নেটফ্লিক্সের কোনও প্রোগ্রামের স্ক্রিনশট নিতে গেলে এতদিন স্ক্রিন অন্ধকার হয়ে যেত। ইচ্ছা করলেও পছন্দের দৃশ্য ক্যামেরাবন্দি করা যেত না। বেআইনিভাবে যাতে কোনও দৃশ্য কেউ প্ল্যাটফর্ম থেকে না-নিতে পারে, সে কারণেই ছিল এই ব্যবস্থা। তবে ‘মোমেন্টস’ আসায় আর সমস্যা নেই। অ্যাপ স্ক্রিনের ঠিক নিচে একটি বোতাম থাকবে। সেটি চাপ দিলেই বিশেষ দৃশ্যটি আর্কাইভে চলে যাবে। সেখান থেকে মাই নেটফ্লিক্স ট্যাবে তা সেভ হয়ে যাবে। যখন খুশি সেই ট্যাব থেকে পছন্দের দৃশ্যটি দেখে নিতে পারবেন সাবস্ক্রাইবরা। ইচ্ছা করলে সোশাল মিডিয়াতেও তা শেয়ার করা যাবে। এই ফিচারে খুশি সাবস্ক্রাইবাররা।