কলকাতা বিভাগে ফিরে যান

বাংলার মুকুটে নয়া পালক, WHO-র তত্ত্বাবধানে স্তন ক্যানসার নির্ণয়ের বিশেষ ক্লিনিকাল ট্রায়াল শুরু SSKM-এ

November 10, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্তন ক্যানসার নির্ণয়ের বিশেষ ক্লিনিকাল ট্রায়ালের জন্য এসএসকেএম-কে বেছে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছয় ইঞ্চির একটি যন্ত্র বাজারে এনেছে। যার মাধ‌্যমে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে স্তন ক্যানসার নির্ণয় করা যাবে। দেশের সমস্ত হাসপাতালকে পিছনে ফেলে এই যন্ত্রের গ্লোবাল ক্লিনিকাল ট্রায়ালের অংশীদার হয়েছে এসএসকেএম।

এসএসকেএমে ডা. দীপ্তেন্দ্র সরকার, ডা. পার্থ বসুর নেতৃত্বে শুরু হয়েছে ক্লিনিকাল ট্রায়াল। যন্ত্রের প্রথম ক্লিনিকাল ট্রায়াল হচ্ছে এসএসকেএমে। ডা. দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, ট্রায়ালের মূল উদ্দেশ‌্য নন রেডিওলজিস্ট অর্থাৎ যাঁরা রেডিওলজিস্ট নন, এমন চিকিৎসকদের দিয়ে আল্ট্রাসাউন্ড করিয়ে ক্যানসারের নির্ণয় করা। পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে এক জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত। ভারতের পরিসংখ্যানও উদ্বেগজনক। দেশে প্রতি ২২ জন মহিলার মধ্যে ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত। বাংলার অত রেডিওলজিস্ট নেই। সেক্ষেত্রে ক‌্যানসার নির্ণয়ের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা-এসএসকেএমের ক্লিনিকাল ট্রায়াল সফল হলে নতুন দিগন্ত খুলে যাবে।

গ্রামের কোনও একজন মহিলা হয়তো স্তনে হাত দিয়ে কোনও মাংসপিণ্ডের অনুভূতি পেলেন। সেই টিউমারটা বিনাইন হতে পারে বা ক‌্যানসারও হতে পারে। ওই মহিলাকে শহরে আসতে হবে না। বাড়ির কাছে ব্লক লেভেলের চিকিৎসা কেন্দ্রে গিয়ে ওই যন্ত্রের মাধ‌্যমে আল্ট্রাসাউন্ড করতে পারবেন। আল্ট্রাসাউন্ড ডিভাইসটা ফোনের সঙ্গে ইন্টারনাল ওয়াইফাইয়ের মাধ‌্যমে যুক্ত থাকবে। ফোনের মধ্যেই দেখা যাবে টিউমারটা সন্দেহজনক নাকি স্রেফ টিউমার। যদি দেখা যায় ক‌্যানসারের কোষ রয়েছে তখন ব্লক লেভেল থেকে হায়ার সেন্টারে রেফার করা হবে মহিলাকে।

নন রেডিওলজিস্ট সমস্ত চিকিৎসক এই যন্ত্র ব‌্যবহার করবেন। ট্রায়াল সফল হলে আগামীতে নার্সিং স্টাফদের হাতেও এই বিশেষ যন্ত্র তুলে দেওয়া হবে। ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত চলবে ট্রায়াল। ৭০ জন রোগীর রিপোর্ট বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার কাছে পাঠানো হয়েছে। এই ব‌্যবস্থায় রয়েছে ২৮ টি স্পোক ও নটি হাব। উন্নত পরিকাঠামো যুক্ত স্বাস্থ‌্যকেন্দ্রগুলোকে বলা হচ্ছে হাব। তার অধীনে থাকছে অপেক্ষাকৃত কম পরিকাঠামোযুক্ত স্বাস্থ‌্যকেন্দ্র। তাদের বলা হচ্ছে স্পোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSKM, #Breast Cancer, #WHO

আরো দেখুন