রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্র আটকে রেখেছে বরাদ্দ অর্থ, খরচ সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলি

November 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্কুলগুলিকে রেকারিং খরচ চালানোর জন্য একটা থোক টাকা দেয় রাজ্য সরকার। ছাত্রসংখ্যার ভিত্তিতে সেই অঙ্ক ২৫ থেকে ৭৫ হাজার টাকা। তবে, কোনও স্কুলকেই সেই টাকা দেওয়া যায়নি। কারণ হিসেবে বিকাশ ভবনের এক কর্তা বলেন, কেন্দ্র নানা অছিলায় শিক্ষাখাতের টাকা আটকে রেখেছে। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পেই আটকে রয়েছে প্রায় ১২০০ কোটি টাকা। ফলে এত বড় অঙ্কের টাকা এককভাবে রাজ্যের তহবিল থেকে সমস্ত স্কুলে দেওয়া সম্ভব হচ্ছে না। আর কিছু স্কুলকে এই টাকা দিলেই তো হবে না। সেক্ষেত্রে উঠবে বঞ্চনার অভিযোগ। তাই সব স্কুলের টাকাই আটকে রাখতে হচ্ছে। ফলে স্কুলে জঙ্গল সাফাই হচ্ছে না, বাড়ন্ত চক-ডাস্টারও।

বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক এবং সাধারণ শিক্ষক সংগঠন কয়েক মাস ধরেই এ নিয়ে সরব হয়েছে। অতি সম্প্রতি বিকাশ ভবনেও গিয়েছে আবেদনের চিঠি। তাঁদের বক্তব্য, আর টানা সম্ভব হচ্ছে না। জঙ্গল সাফাই না করলে রয়েছে সাপখোপের ভয়। টেবিল, বেঞ্চি সংস্কারের ব্যাপারও রয়েছে। এছাড়া, দৈনন্দিন যে স্টেশনারি খরচ, সেটাও এখন অনেক বেড়েছে। বিভিন্ন প্রকল্পের প্রিন্ট আউট, প্রশ্নপত্র ছাপানো প্রভৃতির জন্যও এখন খরচ বেড়েছে। তাই অন্যান্য দপ্তরের বাড়তি খরচ কমিয়ে সরকার এই খাতের টাকা দিক, এমন দাবিতে সরব হচ্ছেন শিক্ষকরা। কেন্দ্রের কাছে টাকার দরবারের জন্যও রাজ্য সরকারকে আর্জি জানাচ্ছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#centre, #Government schools, #funds allocated, #West Bengal

আরো দেখুন