রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেয় তা অন্য কোনও রাজ্য দেয় না, বাগডোগরায় পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতানোর আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। সেই তোপে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ। কারণ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। তা নিয়ে সরগরম রাজনৈতিক বাতাবরণ।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেয় তা অন্য কোনও রাজ্য দেয় না। দার্জিলিংয়ে একাধিক কর্মসূচিতে যোগ দিতে সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ বাগডোগরায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা হন তিনি।
১৩ নভেম্বর বাংলার ৬টি কেন্দ্রে উপনির্বাচন আছে। আর ২৩ নভেম্বর ফলাফল প্রকাশ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে।