রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র নির্বাচনী প্রচারমঞ্চে মিঠুনের মানিব্যাগ চুরি, মাইকে ফেরানোর আবেদন করেও মিলল না সাড়া

November 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মানিব্যাগ হারালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ভোট প্রচার বন্ধ রেখে, মঞ্চ থেকে মাইকে প্রচার চলল মানিব্যাগ ফেরানোর আর্জি জানিয়ে। বিজেপি নেতৃত্বের সেই আর্জিতেও সাড়া মেলেনি। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসারে।

ঝাড়খণ্ডের নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ উঠছে, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ খোয়া যায়। বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকে মাইকিং করে বিষয়টি জানায়। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, “যো ভি মিঠুনদা কা মানিব্যাগ লিয়া হ্যায়, ওহ আকে লওটা দিজিয়ে। উস মে মিঠুনদা কা জরুরি কাগজ হ্যায়।” ঘোষণা হলেও মানিব্যাগ ফেরত পাওয়া যায়নি।
এবার ঝাড়খণ্ড দখলে মরিয়া বিজেপি। জনসমর্থন টানতে প্রচারে নামানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে। সেখানেই বিপত্তি বাঁধল!

TwitterFacebookWhatsAppEmailShare

#Mithun chakraborty, #money bag, #purse, #bjp rally

আরো দেখুন