খেলা বিভাগে ফিরে যান

৩৬০ দিন পর ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তন হল শামির, বাংলার হয়ে কেমন খেললেন তিনি?

November 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোট সারিয়ে ৩৬০ দিন পর ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তন হল মহম্মদ শামির। রনজি ট্রফিতে বাংলার হয়ে বল হাতে নামলেন তিনি। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাত ধাওয়া করেছে ভারতীয় পেসারকে।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন সব মিলিয়ে ১০ ওভার বোলিং করেছেন সামি। এর মধ্যে একটি মেডেন। ৩৪ রান দিলেও উইকেটের কলাম শূন্য। ৪৬টি ডট বল করেছেন। প্রথম দিনের শেষে ১ উইকেটে ১০৩ রান তুলে নিয়েছে মধ্যপ্রদেশ। বাংলার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন সামির ভাই মহম্মদ কাইফ। ক্রিজে রয়েছেন শুভ্রাংশু সেনাপতি ও রজত পাতিদার।

কোচ লক্ষ্মীরতন শুক্ল সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘শামি এক বছর পর মাঠে ফিরেই দারুণ কিছু করবে, সেটা আশা করা ঠিক না। তবে ভাল বল করেছে। বোঝা গিয়েছে, ফর্মে রয়েছে। শামি উইকেট পায়নি। তবে পেতে পারত। কয়েকটা বলে মধ্যপ্রদেশের ব্যাটারদের বিট করেছে। আশা করছি, বাংলার হয়ে আরও ম্যাচ খেলবে এবং দ্রুত ভারতীয় দলেও ফিরবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cricket, #Mohammed Shami

আরো দেখুন