দেশ বিভাগে ফিরে যান

রাজ্যে উপনির্বাচনে ভোটের গড় হার ৬৯.২৯ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়ল ৬৪.৯ শতাংশ

November 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কি ঝাড়খণ্ডের মসনদ নিজেদের দখলে রাখতে পারবে না কি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়বে? সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৩ নভেম্বর। তার আগে বুধবার বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ হল। ৮১ আসনে ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। ভাগ্যপরীক্ষা হল ৬৮৩ জন প্রার্থীর।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, বিকেল পাঁচটা পর্যন্ত ঝাড়খণ্ডে প্রথম দফা নির্বাচনে ৬৪.৯% ভোট পড়েছে। যেখানে ২০১৯-এর বিধানসভা নির্বাচনে ৬১.৭% ভোট পড়েছিল। অর্থাৎ আগের বারের তুলনায় ৩.২% ভোট বেশি পড়েছিল।

এদিনই পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্র-সহ বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন হয়। নির্বাচন কমিশনের তথ্য বলছে সন্ধে পর্যন্ত ৬ কেন্দ্রের ভোটের গড় হার ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল তালড্যাংরায়, ৭৫.২০ শতাংশ। হাড়োয়ায় ভোট পড়ল ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুরে ৭১.৮৫, সিতাইয়ে ৬৬.৩৫, মাদারিহাটে ৬৪.১৪ এবং নৈহাটিতে সবচেয়ে কম, ৬২.১০ শতাংশ ভোট পড়ল।

কর্নাটকে তিনটি বিধানসভার উপনির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৯%। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৭৯%। ওই রাজ্যেরই চেলাক্কারা বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন ছিল আজ। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ে ৬৯%।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bypolls, #Jharkhand Assembly Election 2024, #West Bengal, #kerala, #Karnataka

আরো দেখুন