উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আজ মাদারিহাট উপনির্বাচনে বীরপাড়া থেকে সব দলের ভোট পরিচালনা

November 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাদারিহাট বীরপাড়ায় মাটি কামড়ে পড়ে থেকেছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট। বীর পাড়াকেই ঘাঁটি করে ভোট পরিচালনায় কন্ট্রোল রুম খুলেছে জোড়া ফুল ও পদ্ম শিবির।

জানা যাচ্ছে জোড়া ফুল ও পদ্ম শিবির তাদের নির্বাচনী কার্যালয় কেই কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করছে। জোড়া ফুল শিবিরের কন্ট্রোল রুমে থাকছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মী ও শিক্ষক ছিলেন নেতারা। তাদের সকলকে সকাল থেকেই আসতে বলা হয়েছে। মাদারিহাট বিধানসভার সব বুথের তৃণমূল নেতাদের ফোন নম্বরের তালিকা তাঁদের কাছে থাকবে। কোন জায়গায় ভোট কীরকম হচ্ছে, কোনও সমস্যা রয়েছে কি না সেটা ফোন করে খোঁজ নেওয়া হবে। এছাড়াও কোনও অভিযোগ এলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে কন্ট্রোল রুম থেকেই।

তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক বললেন, ‘লোকসভা নির্বাচনের সময় যেভাবে ভোটের দিন কন্ট্রোল রুম থেকে সব জায়গার খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তেমনভাবেই উপনির্বাচনেও কাজ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলেই আশা করি।’

আরএসপির জেলা সম্পাদক সুব্রত রায় জানালেন, ‘বীরপাড়ায় আমাদের অফিসে দলের নেতা-কর্মীরা থাকবেন। ভোটের দিন কোন জায়গায় কী ঘটছে না ঘটছে, সেসবের দিকে এখান থেকেই খোঁজ রাখা হবে। এছাড়াও মাদারিহাট কার্যালয় এবং জেলা কার্যালয় থেকেও খোঁজ নেওয়া হবে নির্বাচনের।’

জেলা বিজেপির পর্যবেক্ষক নিখিলরঞ্জন দে’র এপ্রসঙ্গে বক্তব্য, ‘নির্বাচনের দিন পোলিং এজেন্ট সহ দলের কর্মীরা যদি কোনও সমস্যায় পড়েন, তবে তাঁদের সহযোগিতা করবেন আইনজীবীরা। প্রয়োজন পড়লে আইনি পরামর্শ নেওয়া হবে তাঁদের থেকে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Madarihat, #Control Room, #BIRPARA, #By Election

আরো দেখুন