প্রাকৃতিক দুর্যোগের পরেও ফসল উৎপাদনে বড় প্রভাব পড়েনি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ ২৪ পরগনায় ২০২৩-২৪ সালে ১৮৯ টন ফল উৎপাদিত হয়েছে। ২০২২-২৩ সালে ছিল ১৮৭ টন। তবে এবার শাকসব্জির ফলন সামান্য কমেছে। জেলার উদ্যানপালন বিভাগের আধিকারিকদের বক্তব্য, ঘূর্ণিঝড়, নিম্নচাপ সহ দুর্যোগের ভালো প্রভাব পড়েছিল জেলার বিভিন্ন ব্লকে। সেই সবের পরও ফসলের উৎপাদন যেটুকু কমেছে, সেটা খুব বেশি নয়।
উল্লেখযোগ্য ফলন হয়েছে আমের। ২০২২-২৩ সালের তুলনায় ২০২৩-২৪ সালে প্রায় ৩০০০ কেজি বেশি উৎপাদন হয়েছে। এই অর্থবর্ষে আমের ফলনের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। বণ্টন করা হয়েছে প্রচুর সংখ্যায় চারা গাছ।
এছাড়াও গতবারের তুলনায় হাজার কেজির বেশি পেয়ারার ফলন হয়েছে। কৃষকরা বলছেন, গতবার একাধিকবার ভারী বর্ষণ হয়েছিল। ঝড় হয় মে মাসে। সেসব উপেক্ষা করে ভালো উৎপাদন হয়েছে। তাছাড়া গতবার ফলের চারা বণ্টন বাড়ানো হয়েছিল। অনেকই তা নিয়ে বাগানও করেছিলেন। তাই এবারে বেশ কিছু ফলের উৎপাদন আগের থেকে বেশি হয়েছে।