জীবনশৈলী বিভাগে ফিরে যান

কতদিন প্রজননক্ষম থাকেন পুরুষেরা? ম্যাচুরিটাস জার্নালে মিলল উত্তর

November 14, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুষদের বাবা হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়স রয়েছে। তাঁর বেশি বয়স হলে, সমস্যায় পড়তে হয় পুরুষদের। ম্যাচুরিটাস জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের বাবা হওয়ার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়। শুক্রাণুর উৎপাদন কমে আসে এবং পুরুষদের শুক্রাণুর গুণগত মান কমতে থাকে।

তবে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের মতো পুরুষদের শরীরে শুক্রাণু তৈরি কখনও বন্ধ হয় না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর জেনেটিক মিউটেশন হয়। জেনেটিক মিউটেশন হলে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। পুরুষদের বাবা হওয়ার সম্ভাবনা কমে যায়।

জানা গিয়েছে, ৪০ বছরের পরে পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যায়। বাবা হলেও শুক্রাণুর গুণগত মান কমে যাওয়ার জেরে সন্তানের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। বাবার বয়স বেশি হলে শিশুর স্নায়ুজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি হয়। জন্মের সময়ে শিশুর ওজন অর্থাৎ ‘বার্থওয়েট’ স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। বাবার বয়স হলে সদ্যোজাতর হার্টের সমস্যাও হতে পারে। গবেষকদের মতে, পুরুষদের শুক্রাণুর মান সবচেয়ে বেশি উৎকৃষ্ট থাকে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাই এই সময়ে বাবা হওয়া সবচেয়ে ভাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#male, #Reproductive, #Journal of Maturity

আরো দেখুন