রাজ্য বিভাগে ফিরে যান

কড়া সিদ্ধান্ত নিল নবান্ন, রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি কোন নির্দেশিকা?

November 14, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাধ্য হয়েই কড়া সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি হল নির্দেশিকা।


সরকারি অফিসে হাজিরার নিয়মে বেশ কিছু বদল এসেছে। এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হয়েছে। কিন্তু এখনও অনেকে তা উপেক্ষা করে খাতায় সই করে কাজ চালিয়ে যাচ্ছেন। বহুবার কর্মীদের বলা সত্ত্বেও বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার হচ্ছে না। তাই এবার বাধ্যতামূলক করা হল বায়োমেট্রিক। খাতায় সই করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পড়ুন বিস্তারিত: ‘বুলডোজার জাস্টিস’ নিয়ে BJP-কে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

সোমবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। সূত্রের খরব, কর্মীদের একাধিকবার বলা সত্ত্বেও এক বছর ধরে অনেকেই বায়োমেট্রিক সিস্টেম ব্যবহারে অনীহা দেখাচ্ছেন বলে জানতে পেরেছে নবান্ন। বায়োমেট্রিক না-ব্যবহার করার ফলে খাতা ও ইলেক্ট্রনিক অ্যাটেন্ডেন্স মিলিয়ে মাসের শেষে হাজিরা রিপোর্ট বানাতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়া শুরু হলে সরকারি দপ্তরের কর্মসংস্কৃতিতে যেমন বদল আসবে, তেমনই অফিসে দেরিতে যাওয়ার প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে নবান্নে বায়োমেট্রিক সিস্টেম চালু করা হয়েছিল। অনেকে এখনও খাতায় সই করে হাজিরা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। পুরনো কর্মীরা তো বটেই অনেকেই পদোন্নতি হয়ে বা বদলি হয়ে নবান্নে আসার পরও বায়োমেট্রিক সিস্টেমে নাম আপডেটের জন্য প্রয়োজনীয় তথ্য দেননি। এবার আর তা হবে না। নবান্নে কাজের প্রথম দিনই বায়োমেট্রিক ব্যবস্থায় নাম নথিভুক্ত করতে হবে। যদি বদলি হয়ে অনত্র চলে যেতে হয়; ক্ষেত্রে আগেই নাম সরানোর আবেদন জানাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State govt employees, #West Bengal, #Bengal, #Nabanna

আরো দেখুন