দেশ বিভাগে ফিরে যান

‘বুলডোজার জাস্টিস’ নিয়ে BJP-কে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

November 14, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকার-প্রশাসন বিচার করার কে? তারা বিচারক নয়। অভিযুক্ত অথবা সাজাপ্রাপ্ত হলে তার বাড়ি বা সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে পারে না সরকার। আইন হাতে নেওয়ার অর্থ, লক্ষ্মণরেখা অতিক্রম করা। অপরাধের বিচার করবে বিচারবিভাগ। সরকারকে সেই ক্ষমতা দেশের আইন দেয়নি। ‘বুলডোজার জাস্টিস’ নিয়ে বিজেপি সরকারকে তীব্র ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। অপরাধী বা নিছক অভিযুক্তের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে ফেলাকে বিজেপি শাসিত রাজ্যে সুবিচারের মডেল হিসাবে প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা চলছে কয়েক বছর ধরে। বুলডোজার জাস্টিসের জনক যোগী আদিত্যনাথ। যোগী মডেলের অনুকরণের মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বিজেপি শাসিত প্রতিটি রাজ্য শাসন ব্যবস্থায় বুলডোজার নীতিকে এনেছে। বাড়ি, ঘর, দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জমিয়তে উলেমায়ে হিন্দ-সহ আরও কিছু আবেদনের ভিত্তিতে বুধবার সুপ্রিম কোর্ট ডাবল ইঞ্জিন বহু রাজ্যের উপরে ক্ষুব্ধ হয়েছে। শীর্ষ আদালতের বক্তব্য, এটা কোনও বিচারব্যবস্থাই নয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়ার আগে অনেকগুলি স্তর পেরিয়ে আসতে হয়। নোটিশ দেওয়া, জরিমানা, মামলা এবং তারপর কাঠামো অবৈধ প্রমাণিত হলে তা চিহ্নিত করা। সব ব্যর্থ হলে বুলডোজারের ব্যবহার করা যেতে পারে। তবে রাতারাতি গৃহহীন করে দেওয়ার বিনিময়ে নয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংবিধান এভাবে বিচারের অধিকার দিয়েছে? শীর্ষ আদালতের সাফ কথা, প্রশাসন অর্থাৎ সরকার কাউকে দোষী ঘোষণা করতে পারে না। সেই অধিকার কেবল বিচার বিভাগের উপর ন্যস্ত। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথন বুধবার বলেছেন, লক্ষ্য করা যাচ্ছে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার জন্য একটি বিশেষ সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, একই রকম অন্য সম্পত্তিতে হাত দেওয়া হয়নি। নিছক বেআইনি কাঠামো বলেই কারও বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমন নয়! নিশ্চয়ই অন্য কোনও উদ্দেশ্য আছে বুলডোজার জাস্টিসের! বেআইনি নির্মাণ ভাঙারও দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। সরকার কাউকে অপরাধী সাব্যস্ত করল, আর হঠাৎ তার বাড়ি ভেঙে দেওয়া হল, এমন হতে পারে না। এমন ঘটলে বুঝতে হবে, রাজ্যে আইনের শাসন নেই। আইনিভাবে কোনও কিছু ভাঙার নোটিশ অনুমোদিত হলেও সময় দিতে হবে। সুপ্রিম কোর্ট সরাসরি সতর্ক করেছে সরকারি আধিকারিকদেরও। সুপ্রিম কোর্টের বক্তব্য, প্রশাসন বা পুলিশ যেই হোক, যারাই অবৈধভাবে বুলডোজার জাস্টিসের সঙ্গে যুক্ত থাকবে, দায় নিতে হবে তাদের। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা বেআইনি কাজ করেছেন এমন প্রমাণ হলে, তাদের ব্যক্তিগত খরচে ক্ষতিপূরণ দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Supreme Court of India, #Bulldozer justice

আরো দেখুন