ভারতে এবার মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সে বদল আসতে চলেছে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছুই। বদলাচ্ছে সমাজও। এবার কি আর ১৮ বছর বয়সে বিয়ে হবে না মেয়েদের! কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০২১ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো লোকসভায় পেশ করা হয়েছিল বাল্য বিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল। পরে সেই বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। কমিটি বেশ কয়েকবার বর্ধিতও হয়েছিল। কিন্তু সপ্তদশ লোকসভা যাওয়ায় বিলটি বাতিল হয়ে যায়।
জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স (এনসিএএসি) ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে হবে বৈঠক। শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন, জাতীয় মহিলা কমিশনের সঙ্গেও কথা বলা হবে। বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিলের মূল উদ্দেশ্য হল, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬-এর সংশোধন করা এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করা।
এই সংসদীয় কমিটিতে ৩১জন সদস্যের মধ্যে মাত্র একজন মহিলা সাংসদ রয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব ওই এক মাত্র মহিলা সাংসদ। তিনি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, এই কমিটিতে আরও মহিলা সাংসদ থাকলে ভাল হত।