পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

নবদ্বীপের ওলাদেবীতলায় মুক্তেকেশী মাতাকে রাসপূর্ণিমায় ভোগ দেওয়া হয় সরষে ইলিশ

November 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দক্ষিণাকালীর ধ্যানরূপ। ২৩ফুট উঁচু চতুর্ভুজা দেবীর এক হাতে খড়্গ, এক হাতে মুণ্ডমালা, এক হাতে কদমা ও এক হাতে বরাভয় মুদ্রা দেখা যায়। দেবীর পদতলে থাকেন মহাদেব। সম্পূর্ণ ডাকের সাজে সুসজ্জিতা এই দেবীর পুজো হয়ে আসছে নবদ্বীপের ওলাদেবীতলায়।

শ্রীশ্রী মুক্তকেশী মাতার পুজো প্রায় ২০০বছরের প্রাচীন। স্থানীয় ব্রাহ্মণরা এই পুজোর সূচনা করেছিলেন। এখন এলাকার মানুষের উদ্যোগে ওলাদেবীতলা বাজারে নিজস্ব জায়গায় মুক্তকেশী মাতার পুজো হয়। এখানে দেবীর বেদীতে প্রতিদিন ফুল, গঙ্গাজল নিবেদন করেন এলাকার বাসিন্দারা। আগামী দিনে এখানেই মুক্তেকেশী মাতার মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে পুজো উদ্যোক্তারা জানালেন।

দেবীকে খিচুড়ি, পঞ্চব্যঞ্জন, পাঁচরকম ভাজা, পরমান্ন ভোগ তো দেওয়া হয়ই, সেইসঙ্গে দেওয়া হয় সরষে ইলিশ। প্রথা মেনে দেবীর কাছে চালকুমড়ো, আখ ও কলা বলি দেওয়া হয়। পুজোর পর ভক্তদের পাত পেড়ে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে। বৃহস্পতিবার রাতে পুজোর পর শুক্রবার দুপুরেও দেবীকে ভোগ নিবেদন করা হবে।

শনিবার সন্ধ্যায় রাসের বিভিন্ন প্রতিমা আলোকসজ্জায় সাজিয়ে আড়ং হবে। অন্যবছর মুক্তকেশী মাতার প্রতিমাও সেই শোভাযাত্রায় বের করা হতো। তবে এবারই প্রথম প্রশাসনের অনুমতি নিয়ে দিনেরবেলায় মুক্তকেশী মাতার শোভাযাত্রা বের হবে। মণ্ডপ থেকে লোহার বল বিয়ারিং লাগানো গাড়িতে মুক্তকেশী মাতাকে নিয়ে শহর পরিক্রমা করা হবে। ঢাক, তাসা প্রভৃতি বাদ্যযন্ত্র নিয়ে এই শোভাযাত্রায় হরিনাম সংকীর্তনের দল, আদিবাসী নৃত্য থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pujo, #muktokeshi mata, #sorshe ilish

আরো দেখুন