পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কাশীপুর রাসবাটিতে আজ শুরু হচ্ছে রাস উৎসব

November 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাশীপুর রাসবাটিতে আজ শুক্রবার সাড়ম্বরে শুরু হচ্ছে রাস উৎসব। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে রতনবাবু রোডে তিনশো বছরেরও বেশি প্রাচীন রাসবাটির মূল মন্দির থেকে গোপীনাথকে (রাধাকৃষ্ণ) সন্ধ্যায় নিয়ে আসা হবে নাটমন্দিরে। তিনি ভক্তদের কাঁধে চেপে যাবেন রাসবাটির মাঠে সুদৃশ্য রাসমঞ্চে। সেখানে পুজো‑অর্চনার পর রাতে তাঁকে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। রবিবার পর্যন্ত একইভাবে চলবে এই বিশেষ পুজো পদ্ধতি। প্রতিবারের মতো এবারও এই উপলক্ষ্যে কাশীপুর রাসবাটির মাঠে আতসবাজি পোড়ানো হবে।

রাসবাটির তরফে তুষার দে বৃহস্পতিবার জানিয়েছেন, রাস উৎসবকে কেন্দ্র করে নাটমন্দিরের চারদিকে নানা মডেল দিয়ে ফুটিয়ে তোলা হবে রামায়ণের নানা কাহিনি। বিভিন্ন দিনে এছাড়াও থাকবে যাত্রাপালা। পাশাপাশি হবে ধর্মীয় অনুষ্ঠানও।

রাস উৎসবকে কেন্দ্র করে ওই চত্বরে মেলা বসে যায়। বসে শতাধিক দোকান, থাকে ছোটদের মনোরঞ্জনের নানা ব্য‌বস্থা। স্থানীয় বাসিন্দাদের কথায়, এখানে মূল রাস উৎসবের শেষে প্রায় দশদিন ধরে চলে ভাঙা মেলা। বৃহস্পতিবার রাসবাটিতে গিয়ে দেখা গেল, রাসবাটি চত্বর সাজিয়ে তোলা হচ্ছে আলোর মালা দিয়ে। জোরকদমে চলছে কাজ। এছাড়াও নাটমন্দির, মূল নাটমঞ্চ, রাধাকৃষ্ণের মূল মন্দির, মন্দিরের মূল ফটক সেজে উঠেছে নানা রঙের কাগজের ফুল, লতাপাতায়। চারদিকে রাখা হয়েছে অজস্র ফুলের টব।

TwitterFacebookWhatsAppEmailShare

#raas, #raas utsab, #raasbati, #raas jatra, #Kashipur

আরো দেখুন