Ranji Trophy: মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে শামিদের দুরন্ত বোলিংয়ে ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাংলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রুদ্ধশ্বাস ম্যাচে রঞ্জি ট্রফিতে মহম্মদ শামিদের দুরন্ত বোলিংয়ে ৬ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলা। টান টান উত্তেজনার ম্যাচে ১১ রানে জয় পেলেন অনুষ্টুপ মজুমদারেরা। বাংলার জয়ে শামির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শাহবাজ আহমেদও। শাহবাজ ৪৮ রানে ৪ উইকেট নিলেন। শামির ঝুলিতে ৩ উইকেট ১০২ রান খরচ করে। ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ।
মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলা তোলে ২২৮ রান। শাহবাজ আহমেদ করেন ৯২ রান। জবাবে মধ্যপ্রদেশের ইনিংস থেমে যায় ১৬৭ রানে। যার নেপথ্যে ছিল মহম্মদ শামির আগুনে বোলিং। ৩৬০ দিন পর মাঠে ফিরে তিনি তুলে নিয়েছিলেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ৬১ রানের লিড ছিল বাংলার। দ্বিতীয় ইনিংসে বাংলা করে ২৭৬ রান। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ৫২ রান। ঋদ্ধিমান সাহার রান ছিল ৪৪। শেষের দিকে ব্যাট হাতে জ্বলে ওঠেন শামিও। তিনি ৩৬ বলে ৩৭ রান করেন।
৩৩৮ রানের লক্ষ্য থাকা সত্ত্বেও লড়াই ছাড়েনি মধ্যপ্রদেশ। তৃতীয় দিনের শেষে ভেঙ্কটেশ আইয়ারদের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৫০। শেষদিনে তুলতে হত আরও ১৮৮ রান। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল, শামি-রোহিত কুমারদের দাপটে দ্রুত জয় পাবে বাংলা। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান অধিনায়ক শুভম শর্মা ও ভেঙ্কটেশ আইয়ার। তারা আউট হয়ে যাওয়ার পরও চাপ কমেনি। বরং আরিয়ান আনন্দ পাণ্ডে ও সরংশ জৈনরা ক্রমশ ম্যাচ বাংলার হাতের মুঠো থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। আরিয়ানকে আউট করেন মহম্মদ শামি। অন্যদিকে সরংশকে ফিরিয়ে দেন শাহবাজ। মধ্যপ্রদেশের ইনিংস থেমে যায় ৩২৬ রানে। অনুষ্টুপরা ম্যাচ জেতেন ১১ রানে।