রাজ্য বিভাগে ফিরে যান

বাসের রেষারেষি রুখতে একাধিক পদক্ষেপ সরকারের, কমিশন প্রথা তুলে দেওয়ার ভাবনা

November 16, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে এক খুদে স্কুল পড়ুয়ার৷ মঙ্গলবারের পর বৃহস্পতিবারও দু’টি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে কলকাতায়৷ তাতে কয়েকজন আহত হয়েছেন। নিয়ে উদ্বিঘ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রাজ্যের পরিবহণমন্ত্রীকে ফোন করে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, বিভিন্ন পরিবহন নিগমের কর্তারা, বাস মালিক সংগঠন এবং ট্রাক মালিক সংগঠনের সদস্যরা৷

মিটিংয়ে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বেতনের বদলে চালকদের কমিশন দেওয়া হয়। সেই প্রথার জেরে বেশি রোজগারের আশায় বহু চালক রেষারেষি করছেন। তাতে দুর্ঘটনাও ঘটছে। তাই এবার এই পুরনো প্রথা তুলে দেবে রাজ্য। ওইসঙ্গে দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন নিয়েও আরও কড়া হচ্ছে নবান্ন। দুর্ঘটনায় মৃত্যু হলে এবার থেকে বাস চালকদের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু করা হবে। ওইসঙ্গে ট্রাফিক সচল রাখতে প্রতিটি বাসে লাগানো হবে জিপিএস সিস্টেম। শীঘ্রই সেই প্রযুক্তি আনছে রাজ্য সরকার। সিসি ক্যামেরাতেও রাশ ড্রাইভ মনিটরিং করবে পুলিস।

ওই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বেপরোয়াভাবে বাস চালাতে এবার আমরা কড়া ব্যবস্থা নেব। চালকরা যাতে নিরাপদে বাস চালান, তা মালিকদেরও খেয়াল রাখতে হবে। কমিশন প্রথা চলছে। তার জেরে বহু বাস চালক ওভারটেক এবং রেষারেষি করেন। তাই আমরা রাজ্যের প্রস্তাব জানিয়ে দিয়েছি যে, এই কমিশন প্রথা বন্ধ করতে হবে। তার বদলে চালকদের বেতন চালু করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটি নির্দেশিকাও বের করব। তাতে সমস্ত বিষয়ের উল্লেখ থাকবে। তিনি বলেন, কলকাতায় আগে বছরে ৪০০-৫০০ মানুষ দুর্ঘটনায় মারা যেতেন। সংখ্যাটি এখন ১৬৯-তে নেমে এসেছে। মৃত্যু আরও কমাতে চাই আমরা। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি আরও বাড়ানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#commission system, #bus rush, #West Bengal, #state govt

আরো দেখুন