পুরীর মন্দিরের মতোই উচ্চতা হবে দীঘার জগন্নাথ মন্দিরটির, দেবতার মূর্তি হবে নিম কাঠের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীঘায় জগন্নাথদেবের মন্দির নতুন বছরে এপ্রিল মাসে উদ্বোধন হতে চলেছে, তাই কাজ চলছে জোরকদমে। এই জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। ২০১৮ সালে এই মন্দির তৈরির ঘোষণা হবার পর ২০২২এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দির নির্মাণের কাজ শুরু হয়।
পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই মন্দিরটির মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও।মন্দিরের জন্য মার্বেলের মূর্তি তৈরি করা হয়েছে। এছাড়া নিমকাঠেরও একটি মূর্তি তৈরি করা হচ্ছে। সেই মূর্তিটিকেই পুজো করা হবে। এই মন্দিরের কাজকর্ম কেমন চলছে, তা কিছুদিনের মধ্যেই সরোজমিনে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, দিঘার এই মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। মন্দিরের পুরোহিত রাখা এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার ভিত্তিতে। মন্দির চত্বরের পরিসর অনেক বড় হওয়ায় বিরাট জায়গাজুড়ে থাকছে ভোগ ঘর। হবে চৈতন্যদ্বার। তবে মন্দিরের কাজ পুরো শেষ হওয়ার পরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, এই মন্দিরকে কেন্দ্র করে একেবারে বিশ্ব সংস্কৃতির চর্চা কেন্দ্র তৈরি হবে। এখানে গবেষণার সুযোগ. ডিজিটাল তথ্য়ভাণ্ডার থাকবে।